বিচার ব্যবস্থার ডিজিটালাইজেশন শুরু সিলেট থেকেই

Sylhetসিলেট থেকেই বিচার ব্যবস্থার ডিজিটালাইজেশন শুরু হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এসকে সিনহা)।
সিলেটের আদালতগুলোতে এ কার্যক্রম এক মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে উল্লেখ করেন তিনি। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে সিলেটে সার্কিট হাউসে
বিচার বিভাগীয় বিশেষ সম্মেলন-২০১৫ অনুষ্ঠানে প্রধান বিচারপতি এস কে সিনহা এ ঘোষণা দেন। তিনি বলেন-প্রথম অবস্থায় সিলেট জেলা ও মহানগর জজশিপের আওতাভুক্ত ২০টি আদালতের বিচার ব্যবস্থাকে ডিজিটাইজেশনের আওতায় আনা হবে।
এ বছরেই প্রথম দুই কোয়ার্টারে মামলা নিষ্পত্তির প্রতিবেদনে সন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি আদালতগুলোয় মামলাজট নিরসনে বিচারিক প্রক্রিয়ায় সংশ্লিষ্টদের আরো আন্তরিক হওয়ার তাগিদ দেন।
প্রধান বিচারপতি আরও বলেন, বিচার বিভাগের গতিশীলতা আনতে গৃহীত উদ্যোগ পুরোপুরি বাস্তবায়ন হলে আদালতগুলোতে মামলা জট নিরসন করা সম্ভব হবে।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা ও দায়রা জজ মনির আহমদ পাটোয়ারী, মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা, সিলেট মহানগর পুলিশ কমিশনার কামরুল আহসান, সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান, জেলা প্রশাসক জয়নাল আবেদীন, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জিপি অ্যাডভোকেট খাদিমুল মিল্লাত মোহাম্মদ জালাল, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট একেএম শামিউল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অশোক পুরকায়স্থ প্রমুখ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button