বৃটিশ পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী হবেন টিউলিপ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও শেখ রেহানার মেয়ে নববিবাহিত টিউলিপ সিদ্দিকী লেবার পার্টির প্রার্থী হিসেবে ব্রিটেনের আগামী পার্লামেন্ট (হাউস অব কমন্স) নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
লন্ডনের ক্যামডেনের কাউন্সিলর টিউলিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ হ্যাম্পস্টিড ও কিলবার্ন আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী।
লন্ডনভিত্তিক স্ট্যান্ডার্ড নিউজকে এক সাক্ষাৎকারে টিউলিপ বলেন, বিভিন্ন কাজের মাধ্যমে আমি আজ এ পর্যায়ে পৌঁছেছি। রাজনৈতিক বিশ্বের অনেক অভিজ্ঞতার ভাণ্ডার আমার রয়েছে। বিল ক্লিনটনসহ বহু খ্যাতিমান রাজনৈতিক ব্যক্তির সঙ্গে মিশেছি। এ ছাড়া আমার পরিবারের রাজনৈতিক ইতিহাস আমাকে শক্তিশালী সোশালিস্ট বানাতে সহায়তা করেছে। সে জন্য আমি এখানকার স্থানীয় কাউন্সিলর। আর সর্বোপরি আমি একজন বৃটিশ।
বঙ্গবন্ধুর নাতনি ৩০ বছর বয়সী টিউলিপ গত রোববার বিয়ের পিঁড়িতে বসেন। বৃটেনের এক সরকারি কর্মকর্তাকে তিনি বিয়ে করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিয়েতে যোগ দেন।