লন্ডন ম্যারাথনে মাদকের ছায়া
লন্ডন ম্যারাথনে ১২ বছরের মধ্যে সাতবারের বিজয়ীদের রক্তেই নিষিদ্ধ মাদকের সন্দেহজনক উপস্থিতি ছিল। গত সপ্তাহেই পাঁচ হাজার অ্যাথলেটের রক্ত পরীক্ষার ১২ হাজার নথি ফাঁস হয়। আর এসব নথি পর্যালোচনা করে তথ্য দিচ্ছে ব্রিটিশ সংবাদপত্র সানডে টাইমস।
‘বিশেষজ্ঞ মত’ হিসেবে উল্লেখ করে সংবাদপত্রটি বলছে, বিশ্বের ৩৪টি শহরে আয়োজিত ম্যারাথনগুলোর প্রতি চারজনের একজনের বিরুদ্ধে কমপক্ষে নিষিদ্ধ মাদক গ্রহণের অভিযোগ তদন্ত হয়েছে বলে নথিগুলো বিশ্লেষণ করে জানা যাচ্ছে। এগুলোর মধ্যে রয়েছে শিকাগো, লন্ডন, নিউ ইয়র্ক এবং বস্টন ম্যারাথন।
লন্ডনে সাতজন বিজয়ী, ছয়জন দ্বিতীয় স্থান অর্জনকারী এবং আরো সাতজন তৃতীয় স্থান অধিকারী রয়েছেন যাদের রক্তের নমুনায় সন্দেহজনক মাদকের উপস্থিতির উল্লেখ রয়েছে ফাঁস হওয়া নথিগুলোতে।