কারফোন ওয়ারহাউসে হ্যাকারদের হামলা
বিশ্বজুড়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের সাইটগুলো প্রায়শই হ্যাকারদের হামলার শিকার হচ্ছে। এবার হ্যাকারদের হামলার কবলে ইউকের স্বনামধন্য মোবাইল কোম্পানী কারফোন ওয়ারহাউস। এর ফলে কারফোন ওয়ারহাউসের প্রায় ২ দশমিক ৪ মিলিয়ন কাস্টমার আক্রান্ত হতে পারেন বলে ধারণা হচ্ছে। এর মধ্যে প্রায় ৯০ হাজার কাস্টমারের সরাসরি ক্রেডিট কার্ড তথ্য রয়েছে। সাইবার এ্যাটাকের ঘটনাটি বুধবার সনাক্ত করেছে কারফোন ওয়ারহাউস। শনিবার তা জনসমক্ষে প্রকাশ করা হয়। ইনফরমেশন কমিশনার অফিস পরীক্ষা নীরিক্ষা করে সাইবার এ্যাটাকের ঘটনা নিশ্চিত করেছে। কারফোন ওয়ারহাউসে কাস্টমারদের সংগৃহিত তথ্যের মধ্যে রয়েছে ঠিকানা, জন্মতারিখ এবং ব্যাংকের যাবতীয় তথ্যাবলি। এসব কাস্টমার সাইবার এ্যাটাকের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে সতর্ক করা হয়েছে। তবে আগাম বিপদ থেকে রক্ষা পেতে কারফোন ওয়ারহাউস কাস্টমারদের কিছু নির্দেশনা দিয়েছে কোম্পানীটি। এগুলো হলো- ব্যাংক এবং ক্রেডিট কার্ড লেনদেন এবং ব্যাংক একাউন্টের বিশেষ নজর রাখা, অন লাইন একাউন্টের পাসওয়ার্ড বদল করা, একাউন্টে সন্দেহজনক কিছু আছে কি না তা প্রতিনিয়ত চেক করা, কেউ টেলিফোনে পার্সনাল কোনো তথ্য চাইলে বা ব্যাংক ডিটেইলস ও পাসওয়ার্ড চাইলে সে ব্যাপারে বিশেষ সতর্ক থাকা ও যে কোনো কোম্পানীতে গিয়ে ক্রেডিট স্কোর নিশ্চিত রাখা।
কারফোন ওয়ারহাউসের যে কোনো কাস্টমারের উপরের ৫টি পয়েন্টের যে কোনো একটিতে সন্দেহ হলে সঙ্গে সঙ্গে ০৩০০১২৩২০৪০ নাম্বারে এ্যাকশন ফ্রডে যোগাযোগ করতে পরামর্শ দেয়া হয়েছে।