গণতন্ত্রের দাবিদাররাই মিসরে স্বৈরতন্ত্রকে মদদ দিচ্ছে

Ashrafবাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রধান আমীরে শরীয়ত ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ বলেছেন, মিসরে জনগণের ভোটে নির্বাচিত বৈধ সরকারকে হটিয়ে অগণতান্ত্রিক অবৈধ সামরিক জান্তা মুরসি সমর্থকদেরকে গণগ্রেফতার, নির্যাতন ও গণহত্যা চালিয়ে পশ্চিমাশক্তি ও ইসরাইল সে দেশে তাদের পুতুল সরকার গঠনের ষড়যন্ত্র চালাচ্ছে। গণতন্ত্রের দাবিদাররাই সেখানে গণতন্ত্রকে হত্যা করে সামরিক জান্তা স্বৈরতন্ত্রের মদদ দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
শুক্রবার বাদ জুমা কামরাঙ্গীরচরস্থ জামিয়া নূরিয়ায় মিশরে অব্যাহত গণহত্যা বন্ধ এবং জনগণের নির্বাচিত ড. মুরসিকে অবিলম্বে মুক্তি এবং তার হাতে ক্ষমতা হস্তান্তরের দাবিতে বাংলাদেশ খেলাফত আন্দোলনের উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত এক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সামাবেশে আরো বক্তব্য রাখেন- খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা মুহাম্মদ জাফরুল্লাহ খান, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা আ: রব ইউসূফী, বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, খেলাফত আন্দোলনের যুগ্মমহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, সহকারী মহাসচিব মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা ফখরুল ইসলাম, খেলাফত মজলিসের ঢাকা মহানগর আমীর মাওলানা নোমান মাযহারী, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা সাইফুল ইসলাম ও মাওলানা সুলতান মহিউদ্দীন প্রমুখ।
আহমাদুল্লাহ আশরাফ বলেন, আন্তর্জাতিক আইন লংঘন করে রাসয়নিক বোমা মেরে প্রতিবাদী মুরসিপন্থী মুসলমানদের হত্যা করা হচ্ছে। গণহত্যার নারকীয়তা তদন্তের জন্য জাতিসংঘের পরিদর্শকদেরকেও যেখানে ঢুকতে দেয়া হচ্ছে না। সাম্রাজ্যবাদী, ইহুদী-খৃস্টানচক্র পরিকল্পিতভাবে মুসলিম দেশসমূহে দাঙ্গা-হাঙ্গামা বাঁধিয়ে তাদের মোড়লগিরী ঠিক রাখতে চায়। দেশীয় দালাল ও ভিনদেশী রাজাকারদের চি‎িহ্নত করে দেশ ছাড়া করতে হবে এবং ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সকল তাগুতি শক্তিকে উৎখাত করে দেশে ইসলামী হুকুমত কায়েম করতে হবে।
মাওলানা জাফরুল্লাহ খান বলেন, ইসলাম বিদ্বেষীদের মদদে বাংলাদেশে অব্যাহতভাবে আলেম-উলামা ও ইসলামী নেতৃবৃন্দ ও বিরোধী নাগরিকদের গ্রেফতার, হয়রানি, গুম ও হত্যা চালানো এবং মিসরে চলমান গণহত্যা একই সূত্রে গাঁথা। জঙ্গি দমনের নামে আলেম-উলামা, দাঁড়ি-টুপি ওয়ালাদের হয়রানি ও নির্যাতন করে ভিনদেশী প্রভুদের সন্তুষ্টি অর্জন করে বর্তমান আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। দেশের সাধারণ নাগরিক তো দূরের কথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সাংবাদিকদের ঘরেও নিরাপত্তা দিতে পারছে না। জনগণের জানমাল, অন্ন-বস্ত্র ও বাসস্থানের নিরাপত্তা দিতে ব্যর্থ সরকারের ক্ষমতায় থাকার কোন অধিকার নাই।
কাজী আবুল খায়ের মিসরে সামরিক স্বৈরাচারী সরকার কর্তৃক গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অবিলম্বে এ গণহত্যা বন্ধে জাতিসংঘ ওআইসি, আরবলীগ ও মানবতাবাদি সংস্থাসহ বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন।
মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, কায়রোতে সাম্রাজ্যবাদী গোষ্ঠীর মদদে মিসরীয় সেনাবাহিনী মুসলমানদের বিরুদ্ধে রক্ত নেশায় মেতে উঠেছে। তাদের নির্মম, নিষ্ঠুর হত্যাযজ্ঞ ফেরাউনী শাসনকেও হার মানিয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button