দশ বছরে বন্ধ হয়েছে ব্রিটেনের অর্ধেক নাইট ক্লাব
যে দেশটিতে কর্ম ও বিনোদন সমান তালে চলে, সেই দেশটিতেই কিনা অর্ধেক নাইটক্লাবই বন্ধ হয়ে গেছে। গত এক দশকে ব্রিটেনের এমন ঘটনাই ঘটেছে।
দেশটির নাইটক্লাব সমিতি জানিয়েছে, ২০০৫ সালে ব্রিটেনজুড়ে নাইটক্লাবের সংখ্যা ছিল ৩১৪৪টি। দশ বছর পরে বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ১৭৩৩টিতে।
নাইটক্লাব বলতে বোঝানো হয় যেখানে গভীর রাতে নৃত্য ও গীতের আয়োজন করা হয়। ব্রিটেনের নাইটক্লাবগুলো সারা বিশ্বের বহু লোকের কাছে সবচেয়ে বেশি আবেদনময়ী ছিল।
কিন্তু হঠাৎ করে এই অবস্থার পেছনের কারণ কি? সংশ্লিষ্টরা বলছেন, ব্রিটেনের তরুণ প্রজন্ম এই উন্মাতাল সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাইছে।
নাইট ক্লাব বন্ধের জন্য সংগীত উৎসবের জনপ্রিয়তা বৃদ্ধি, এখানে ধূমপান নিষিদ্ধ করা এবং ‘ফূর্তির ওপর পুলিশের দমনপীড়নকে’ দায়ী করছেন এই শিল্পের লোকেরা।