বিশ্বজুড়ে কারেন্সিযুদ্ধ !
চীন দ্বিতীয় দিনের মতো জাতীয় মু ইউয়ানের অবমূল্যায়ন ঘটানোর পর এশিয়ার পুঁজিবাজারে তার মারাত্মক প্রতিক্রিয়া হয়েছে। বুধবার চীনের কেন্দ্রীয় ব্যাংক আজ আবারও জাতীয় মূদ্রা ‘ইউয়ানের’ মান এক দশমিক নয় শতাংশ কমানোর ঘোষণা দেয়।
এশিয়া জুড়ে পুঁজি বাজারে এই সিদ্ধান্তের প্রভাব পড়েছে। গত দুই দিনে দুই দফায় ইউয়ানের মূল্যমান যেভাবে কমানো হয়েছে গত দুই দশকে তার নজির নেই।
চীন আশা করছে ইউয়ানের মুদ্রামান কমানো ফলে তাদের পণ্য রফতানিতে সুবিধা হবে।
গত সপ্তাহান্তে প্রকাশিত পরিসংখ্যানে দেখা যাচ্ছে কেবল জুলাই মাসেই চীনের রফতানি পড়ে গেছে আট শতাংশ।
এর ফলে চীনের অর্থনীতি শ্লথ হয়ে পড়ছে বলে উদ্বেগ বাড়ছে। উল্লেখ্য যুক্তরাষ্ট্রের পর চীন হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি।
ইউয়ানের মূদ্রামান কমাতে চীন যেসব পদক্ষেপ নিচ্ছে তার ফলে বিশ্ব জুড়ে ‘কারেন্সি যুদ্ধ’ শুরু হতে পারে বলে আশংকা বাড়ছে। যুক্তরাষ্ট্র চীনের এই পদক্ষেপের সমালোচনা করেছে। -বিবিসি