নতুন নির্বাচনের পথে তুরস্ক

Ahmed Datuনতুন জোট সরকার গঠনের বিষয় শেষ আলোচনাও ব্যর্থ হওয়ায় নতুন নির্বাচনের পথে তুরস্ক। দেশটির প্রধানমন্ত্রী আহমেত দাবুতোগলু জানিয়েছেন যে প্রধান বিরোধী দলের সাথে কোয়ালিশন সরকার গঠনের আলোচনায় কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি।
গত ৭ জুনের নির্বাচনে তুরস্কে ২০০২ সাল থেকে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি সর্বাধিক ভোট পেলেও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এরপর তুরস্কের সংবিধান অনুসারে কোয়ালিশন সরকার গঠনের জন্য আলোচনা শুরু হয়।
দীর্ঘ আলোচনার শেষে বৃহস্পতিবার আঙ্কারায় দেড় ঘণ্টা একান্তে বৈঠক করেন প্রধানমন্ত্রী দাবুতোগলু এবং প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপল’স পার্টির নেতা কেমাল কিলিকদারোগলু। দৃশ্যত কোয়ালিশন গঠন নিয়ে এটিই ছিল শেষ আলোচনা।
পরে একেপির প্রধান কার্যালয়ে দাবুতোগলু বলেন, দুই পক্ষের মধ্যে গভীর মতপার্থক্য থাকার কারণে আলোচনা ব্যর্থ হলো। সরকার গঠনের আলোচনায় একটি সুবিধাজনক ভিত্তি নিশ্চিত করতে আমরা সফল হইনি। তবে ক্ষমতাসীন একেপি যথাসাধ্য চেষ্টা করেছে।
তিনি আরও বলেন, আগাম নির্বাচনের জোরালো সম্ভাবনা রয়েছে। বস্তুত আগাম নির্বাচনই তুরস্কের একমাত্র বিকল্প হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button