রাষ্ট্রীয় সার্বভৌমত্বে কোনো ছাড় নয়
রাষ্ট্রীয় সার্বভৌমত্বের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হোসেন। শুক্রবার দেশটির ৬৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ওই মন্তব্য করেন তিনি।
পাক প্রেসিডেন্ট বলেন, ‘রাষ্ট্রীয় সার্বভৌমত্ব হুমকির মুখে পড়লে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। যে সব উপাদান (সন্ত্রাসবাদ, চরমপন্থা) পাকিস্তানের ঐক্য ধ্বংসের চেষ্টা করছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, সেনাপ্রধান জেনারেল রাহীল শরীফ, প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অথিতি হিসেবে মামনুন হোসেন বলেন, সংকীর্ণ মানসিকতা, সন্ত্রাসবাদ ও চরমপন্থার কারণ হচ্ছে শিক্ষার অভাব। এ সব বিষয় দূর করতে হলে আধুনিক শিক্ষা গ্রহণ করতে হবে।