দ্বিতীয় বিশ্বযুদ্ধ স্মরণে জাপানের ‘গভীর দুঃখ’ প্রকাশ
দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের ক্রিয়াকাণ্ডের জন্য ‘গভীর দুঃখ’ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে। আজ শুক্রবার ছিল জাপানের আত্মসমর্পণের ৭০তম বার্ষিকী। এ উপলক্ষে দেওয়া এক ভাষণে তিনি এ দুঃখ প্রকাশের কথা জানান।
তবে শিনজো আবে নতুন করে ক্ষমা চাওয়ার ব্যাপারটি এড়িয়ে যান। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের ভূমিকায় তার আগের সরকারগুলোর নেওয়া বিভিন্ন সময় ক্ষমাপ্রার্থনার বিষগুলো তিনি সমর্থন জানিয়েছেন এবং তাদের সে বিষয়ে তার অবস্থান অটল আছে বলে জানান।
তিনি বলেন, জাপানি সেনারা অনেক দেশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। সেখানকার সাধারণ মানুষেরা অগণিত ভোগান্তি ও নির্যাতনের শিকার হয়েছেন। আমি হৃদয়ের অন্তস্থল থেকে দুঃখ প্রকাশ করছি। তবে ক্ষমা চাওয়ার ব্যাপারে জাপানের ভবিষ্যত প্রজন্মের দৈবনির্দেশের কোনো প্রয়োজন হবে না।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের ভূমিকায় শুক্রবারের শিনজো আবের ভাষণ নিয়ে দক্ষিণ কোরিয়া ও চীনসহ এশিয়ার বেশ কয়েকটি দেশ গভীর পর্যবেক্ষণে ছিল। ওই যুদ্ধে জাপান এসব দেশ দখল করে অননুমেয় নির্যাতন ও ধ্বংসযজ্ঞ চালায়। দক্ষিণ কোরিয়া ও চীনের দাবি ছিল বর্তমান প্রধানমন্ত্রী নতুন করে ক্ষমা চাবে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়ের পর অন্য দেশে আক্রমণ পরিচালনা করা যাবে না মর্মে জাপানের সংবিধানে যে ধারা ছিল, তা বাতিলে সংসদের নিম্নকক্ষে একটি প্রস্তাব পাশ হয় কয়েক সপ্তাহ আগে। এ নিয়ে বর্তমান প্রধানমন্ত্রীকে দেশের ভিতরে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়। অর্ধেক জাপানি সংবিধানের এ ধারা পরিবর্তনের বিপক্ষে মত দেন। তাদের দাবি, সংবিধান পরিবর্তনের মধ্য দিয়ে জাপান আবারও যুদ্ধে জড়াতে পারে। এটা কাম্য হওয়া উচিত নয়।