ব্রাজিলে বন্দুকধারীদের হামলায় ১৮জন নিহত

Brazilব্রাজিলের সবচেয়ে বড় শহর সাও পাওলোতে বন্দুকধারীদের হামলায় নিহত হয়েছে কমপক্ষে ১৮ জন। শুক্রবার মধ্যরাতে এই হামলা হয়। সম্প্রতি মধ্যরাতে এ ধরনের কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। বিবিসি অনলাইনের খবরে শনিবার এ তথ্য জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কয়েকজন বন্দুকধারী একটি প্রাইভেট কারে এসে ওপেন ফায়ার শুরু করে।
অনেক ক্ষেত্রে হামলাকারীরা গুলি করার আগে লোকজনের নাম-পরিচয় জানতে চায়। তাদের কারো বিরুদ্ধে সন্ত্রাসী আইনে মামলা আছে কি না, তাও জিজ্ঞাসা করে।
সাও পাওলোর প্রশাসন তদন্ত করে দেখছে, এই ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত হত্যাকাণ্ড কি না।
এদিকে শুক্রবার রাতের হত্যাকাণ্ডে আহত হয়েছে ছয়জন। সাও পাওলোর পুলিশ প্রথমে জানায় বন্দুকধারীদের হামলায় নিহত হয়েছে ২০ জন। কিন্তু পরে জানানো হয়, নিহতের সংখ্যা প্রকৃতপক্ষে ১৮ জন।
তবে কারা এই হামলা চালিয়েছে, তা এখনো জানা যায়নি। কোনো পক্ষ এই হামলার দায় স্বীকার করেনি।
ঘটনা তদন্তে পুলিশের ৫০ কর্মকর্তার সমন্বয়ে টাস্কফোর্স গঠন করা হয়েছে। শহরে পুলিশি পাহারা জোরদার করেছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button