মৃত্যুদণ্ডের বিরুদ্ধে মুরসির আপিল
মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছেন মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। নিম্ন আদালতে খারিজ হওয়ার পর উচ্চ আদালতে আপিল করলেন তিনি। গত জুনে দেয়া এসব আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন মুরসির আইনজীবী।
২০১১ সাল সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের বিরুদ্ধে বিক্ষোভের সময় জেল ভাঙ্গার অভিযোগে মুরসিকে মৃত্যুদণ্ড দেয় মিশরের ফৌজদারি আদালত। আর রাষ্ট্রের গোপন খবর কাতারের প্রকাশ করায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। মুরসির সঙ্গে নিষিদ্ধ করে শাস্তি দেয়া হয় তার দল মুসলিম ব্রাদারহুডকেও। মুরসির সঙ্গে মোহাম্মদ বাদিই সহ দলের অন্য চার সদস্যকেও মৃত্যুদণ্ড দেয় আদালত। এছাড়া প্রভাবশালী ইসলামী চিন্তাবিদ ইউসুফ আল-কারজাবি সহ আরো ৯০ জনকে তাদের অনুপস্থিতিতেই মৃত্যুদ- দেয়া হয়।