সৌদী সরকারের ২৪ ওয়েবসাইট হ্যাকড
সৌদি আরবের ২৪টিরও বেশি সরকারি ওয়েবসাইট হ্যাকড হয়েছে। হ্যাকারদের কাছ থেকে হ্যাকিংয়ের আগাম হুমকি থাকা সত্ত্বেও এ ঘটনা ঘটল। স্থানীয় মিডিয়া এ খবর জানিয়েছে। আল-রিয়াদ নামে দেশটির একটি সংবাদ মাধ্যম জানায়, শুক্রবার ঘণ্টা দুয়েক ধরে এই সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। হামলাকারীরা ‘সাইবার অব ইমোশন’ নামে নিজেদের দলের পরিচয় দিয়েছে। টুইটার বার্তায় হ্যাকাররা লিখেছে, এ ধরনের হামলার হুমকি আগেই দেয়া হয়েছিল। সৌদী সরকারের ওয়েবসাইট নিরাপদ নয়। এতে হ্যাকাররা লিখেছে, কোনো ক্ষতি করা নয়, বরং সাইবার নিরাপত্তা বাড়ানোর জন্য সরকারকে স্মরণ করানোই এই হামলার কারণ। হ্যাকিংয়ের কয়েক ঘণ্টা পরই ওয়েবসাইটগুলো আবার সক্রিয় হয় বলে খবরে বলা হয়। এর আগে ২০১৩ সালে বড় ধরনের সাইবার হামলার মুখে পড়েছিল সৌদী সরকারের অনেকগুলো ওয়েবসাইট।