আবুধাবির মসজিদে নরেন্দ্র মোদি
দু’দিনের সফরে আবুধাবি পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে পৌঁছেই বিখ্যাত শেখ জায়েদ মসজিদ ঘুরে দেখলেন তিনি।
রোববার আবুধাবি পৌঁছন মোদি। প্রথাভেঙে বিমানবন্দরে নরেন্দ্র মোদিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন আবু ধাবির যুবরাজ শেখ মহম্মদ বিন জায়েদ অল নাইয়ান ও তার পাঁচ ভাই। ৩৪ বছর বাদে কোনো ভারতীয় প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাত সফরে গেলেন।
আবুধাবি পৌঁছেই বিখ্যাত শেখ জায়েদ মসজিদে যান ভারতের প্রধানমন্ত্রী। বিশ্বের তৃতীয় বৃহত্তম এই মসজিদ ঘুরে দেখেন মোদি। আর এর মাধ্যমেই প্রথমবার কোনো মসজিদে পা রেখে এর গঠনশৈলী সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন নমো।
উল্লেখ্য, ১৯৯২ সালের বাবরি মসজিদ ভাঙার সঙ্গে মোদির সম্পর্ক আছে বলে অভিযোগ রয়েছে। তার আগে ১৯৯০ সালে সোমনাথ মন্দির থেকে রথযাত্রা আয়োজনে তার সক্রিয় ভূমিকা ছিল। এই রথযাত্রায় যে প্রচারণা চালানো হয়, সেটাই পরবর্তীকালে বাবরি মসজিদ ধ্বংসে প্ররোচনা দেয়।