অভিবাসী ইস্যু ইউরোপের সবচেয়ে বড় চ্যালেঞ্জ
গ্রিসের ঋণ সংকটের চেয়েও অভিবাসী ইস্যুটি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। জার্মানিতে অভিবাসীদের আশ্রয়কেন্দ্রে একের পর এক হামলার নিন্দা জানাতে গিয়ে গত রোববার মেরকেল এ মন্তব্য করেন। চলতি বছর জার্মানিতে আশ্রয়প্রার্থী অভিবাসীদের আশ্রয় কেন্দ্রগুলোতে অগ্নিসংযোগের ২০০টিরও বেশি ঘটনা ঘটেছে। চ্যান্সেলর মেরকেল এ প্রসঙ্গে তীব্র নিন্দা করে বলেন, ‘এটি আমাদের দেশের জন্য সমীচীন নয়। অভিবাসী ইস্যুটি গ্রিসের ঋণ সংকটের চেয়েও ইউরোপকে আরও অনেক বেশি পরিমাণে আচ্ছন্ন করে ফেলবে। এতে ইউরোপের স্থিতিশীলতাও হুমকির মুখে পড়বে।’ ইইউর বৃহত্তম অর্থনীতির এই দেশের সরকার প্রধান বলেন, ‘এই অভিবাসী ইস্যুটি হবে পরবর্তী সবচেয়ে বড় ইউরোপিয়ান প্রকল্প। এর মধ্য দিয়ে দেখা যাবে আমরা আসলেই যৌথভাবে পদক্ষেপ নিতে সক্ষম কি-না।’ জার্মানিতে এখন অভিবাসীদের প্রবেশের হার অতীতের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, জার্মানিতে চলতি বছর আশ্রয়প্রার্থীদের সংখ্যা ছয় লাখ অতিক্রম করে যাবে। অভিবাসীর ক্রমাগত আগমন ও দিন দিন তাদের সংখ্যা বৃদ্ধিতে দেশটিকে নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে। সাধারণ জার্মানদের মধ্যেও দেখা দিয়েছে বিরূপ প্রতিক্রিয়া। যার প্রতিফলন ঘটছে এসব হামলার মধ্য দিয়ে। বিপুলসংখ্যক অভিবাসী রাখার মতো সুষ্ঠু ব্যবস্থাপনাও নেই সরকারের।