ইসলাম বিকাশে সরকার কাজ করছে : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বর্তমান সরকার ইসলামের বিকাশে দৃঢ়ভাবে কাজ করছে। মাদ্রাসা শিক্ষায় ব্যাপক উন্নয়ন হয়েছে। যা আর কোনো সরকারের সময় হয়নি।
শুক্রবার সকালে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এছাড়াও সিলেট সদর উপজেলায় বিভিন্ন উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, কেউ কেউ নিজেদের ঈমানদার দাবি করে অন্যদের বিরুদ্ধে মিথ্যা, অপবাদ, অপপ্রচার করেন। নিজের জীবনে সঠিকভাবে ধর্ম-কর্ম পালন করেন না। তারা ধর্মচোরা ও ধর্ম ব্যবসায়ী। এদের থেকে সাবধান হতে হবে।
মন্ত্রী দুপুরে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ উপলক্ষে কান্দিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ স্থানীয়  মোল্লারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসভার আয়োজন করে।
তিনি বলেন, গত নির্বাচনে জনগণ আমাদের ভোটের মাধ্যমে যে ম্যান্ডেট দিয়েছে, সে ম্যান্ডেট বাস্তবায়নে সরকার কাজ করছে।
মন্ত্রী বলেন, শান্তিশৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা বিধান ছিল সরকারের প্রথম অঙ্গীকার। দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসকে সরকার কঠোরভাবে দমন করে শতভাগ সফলতা অর্জন করেছে। এখন দেশে কোথাও কোনো বোমাবাজি নেই।
বর্তমান সরকার মসজিদ ও মন্দিরের ব্যাপক উন্নয়ন করেছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, সিলেট সদর উপজেলায় ৫টি মাদ্রাসায় নতুন ভবন নির্মাণ করা হয়েছে।
এসব অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, কান্দিগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, আল-ইসলাহ, সিলেট মহানগর শাখার সেক্রেটারি আজির উদ্দিন পাশা। এ সময় উপস্থিত ছিলেন মদন মোহন কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহাব উদ্দিন লাল, সাধারণ সম্পাদকক মুজাহিদ আলী প্রমুখ।
এর আগে মন্ত্রী একই ইউনিয়নের সাদিপুর-নলকট সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর, শিক্ষা প্রকৌশল অধিদফতর, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর ও পরিবার কল্যাণ কেন্দ্রের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button