যুক্তরাষ্ট্রে আবারও পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ নিহত
যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে আরো একজন কৃষ্ণাঙ্গ কিশোর নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস কাউন্টির ফারগুসন শহরে মাইকেল ব্রাউন নামে ১৮ বছর বয়সী একজন কৃষ্ণাঙ্গ তরুণ নিহত হওয়ার বর্ষপূর্তির কয়েকদিন পরই এ ঘটনা ঘটল। বুধবার এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ফারগুসনের শহরতলীতে ১৮ বছর বয়সী ওই তরুণ পুলিশের দিকে আগ্নেয়াস্ত্র তাক করায় তাকে গুলি করা হয়। তরুণটির নাম মনসুর বল-বে।
এই ঘটনার পর প্রায় ২০০ প্রতিবাদকারী ঘটনাস্থলে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা স্লোগান দেন কৃষ্ণাঙ্গদের জীবনের মূল্য আছে। তারা পুলিশের অভিযান নিয়ে প্রশ্ন তোলেন। সেন্ট লুইসের কাউন্টি পুলিশ প্রধান স্যাম ডটসন এক সাংবাদিক সম্মেলনে বলেন, সন্দেহভাজন সশস্ত্র দুই তরুণ একটি বাড়ির পেছন দিয়ে দৌড়ে যাচ্ছিল। পুলিশ তাদের ধাওয়া করে। এমন সময় সন্দেহভাজন সশস্ত্র দুই তরুণের একজন পুলিশ কর্মকর্তাদের দিকে অস্ত্র তাক করে। আর এরপরই পুলিশ কর্মকর্তারা গুলি করেন। তাতে একজনের মৃত্যু হয়।
স্যাম ডটসন আরো বলেন, দায়িত্বপালনকারী দুই পুলিশ কর্মকর্তার কেউ আহত হননি। তারা বর্তমানে ছুটিতে রয়েছেন। ২০১৪ সালের ৯ অগাস্ট যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস কাউন্টির ফারগুসন শহরে মাইকেল ব্রাউন (১৮) নামের এক কৃষ্ণাঙ্গ তরুণ শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে নিহত হলে দাঙ্গা ছড়িয়ে পড়ে। টানা কয়েক সপ্তাহ ধরে চলা সেই দাঙ্গা থামাতে পুলিশকে অনেক বেগ পেতে হয়েছে।