‘দেশে নুনের চেয়ে এখন খুন সস্তা’
দেশে নুনের চেয়ে এখন খুন সস্তা বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম চরমোনাই পীর।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর একটি মিলনায়তনে বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মত বিনিময়কালে তিনি এমন মন্তব্য করেন।
চরমোনাই পীর বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জনজীবন বিপর্যস্ত। খুন-হত্যা মহামারি আকার ধারণ করেছে। নুনের চেয়ে খুন এখন সস্তা।
তিনি বলেন, নারী ধর্ষণ, অপহরণ ও নির্যাতন মারাত্মাক আকার ধারণ করেছে। এ অবস্থায় একটি দেশ চলতে পারে না।
মুফতি রেজাউল করীম বলেন, প্রতিহিংসার রাজনীতি দিয়ে দেশ ও জাতির কল্যাণ সম্ভব নয়। শাসকগোষ্ঠীকে দলমতের উর্ধ্বে উঠে দেশ ও মানব কল্যাণে কাজ করা উচিত। ক্ষমতার মোহ পরিহার করে মানুষের কল্যাণ করাই প্রকৃত রাজনীতি।