মুসলিম অভিবাসী না নিতে অদ্ভুত অজুহাত স্লোভাকিয়ার
মসজিদ না থাকার অদ্ভুত অজুহাতে মুসলিম অভিবাসী নিতে রাজি হয়নি স্লোভাকিয়া। ইউরোপীয় ইউনিয়নের পরিকল্পনা অনুযায়ী তুরস্ক, ইতালি ও গ্রীস থেকে ২শ’ অভিবাসী নেয়ার কথা স্লোভাকিয়ার।
এ বিষয়ে দেশটি স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মুসলিম অভিবাসীরা স্লোভাকিয়ায় এসে স্বাচ্ছন্দবোধ করবেন না। তাই শুধু খ্রিস্টান ধর্মাবলম্বীদেরই নিতে চান তারা। ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে ঠাঁই দেয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ শরনার্থী সংস্থা।