লতিফ সিদ্দিকীর আবেদন খারিজ
আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য (এমপি) পদ বাতিলের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) শুনানির এখতিয়ার চ্যালেঞ্জ করে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ এ বিষয়ে আদেশ দেন বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ। গতকাল ইসির শুনানির এখতিয়ার চ্যালেঞ্জ করে লতিফ সিদ্দিকীর দায়ের করা রিট আবেদনের ওপর উভয়পক্ষের শুনানি শেষ হয়। রিট আবেদনে নির্বাচন কমিশন, আইন সচিব, জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশনের উপ-সচিবকে (আইন) বিবাদী করা হয়েছিল।
গত বছরের ২৮শে সেপ্টেম্বর নিউইয়র্কে টাঙ্গাইল সমিতির সঙ্গে মতবিনিময় সভায় পবিত্র হজ, মহানবী সা. ও তাবলিগ জামায়াত নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয়। সমালোচনার মুখে আওয়ামী লীগ ও মন্ত্রিসভা থেকে বহিষ্কার করা হয় লতিফ সিদ্দিকীকে। বহিষ্কারের আট মাস পর বিষয়টি জানিয়ে আওয়ামী লীগের পাঠানো চিঠি গত ৫ই জুলাই স্পিকার ড. শিরীন শারমিনের হাতে পৌঁছায়। লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদ থাকবে কি-না, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দেন স্পিকার। এ চিঠি পাওয়ার পরই নির্বাচন কমিশন থেকে শুনাতিতে অংশ নেয়ার জন্য লতিফ সিদ্দিকীকে ডাকা হয়। ২৩শে আগস্ট কমিশন কার্যালয়ে এ শুনানি অনুষ্ঠিত হবে।