হজ মওসুমে মক্কা পরিচ্ছন্ন রাখতে নিয়োজিত থাকবে ১৫ প্রতিষ্ঠান
হজের মওসুমে মক্কা শহরকে পরিচ্ছন্ন রাখতে ১৫টি প্রতিষ্ঠানকে কাজ দিয়েছে সৌদি আরবের মক্কা মিউনিসিপা্যালিটি। প্রতিষ্ঠানগুলো মিউনিপ্যালিটির সঙ্গে সমন্বয় করে কাজ করবে। আরব নিউজের খবরে বলা হয়, গত বছর হজের মওসুম শেষে বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতার নিম্নমান নিয়ে একাধিক রিপোর্ট পায় সেন্ট্রাল হজ কমিটি। এ কারণে এবার পরিস্থিতি উন্নয়নের গুরুত্বের ওপর জোর দিচ্ছে কমিটি। আসন্ন হজের মওসুমের জন্য মিউনিসিপ্যালিটি কর্মপরিকল্পনার খসড়া তৈরি করছে। এতে প্রতিটি বিভাগের জন্য সুনির্দিষ্ট দায়িত্ব ভাগ করা থাকবে। হজযাত্রীরা পৌঁছানো থেকে শুরু করে নিজ নিজ দেশে ফেরত যাওয়ার আগ পর্যন্ত কাজে নিয়োজিত থাকবে সংশ্লিষ্ট বিভাগ ও প্রতিষ্ঠানগুলো। এদিকে, পবিত্র দুই মসজিদের সহ-তত্ত্বাবধায়ক ও সুপ্রিম হজ কমিটির চেয়ারম্যান প্রিন্স মোহাম্মদ বিন নায়েফ তার জেদ্দা কার্যালয়ে কমিটির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি বলেন, হজ চলাকালীন কোন বিশৃঙ্খল আচরণ বরদাশ্ত করা হবে না; যেমনটা অতীতেও করা হয়নি। তিনি আরও বলেন, হজের আচার অনুষ্ঠানকে খর্ব করে এমন কোন কর্মকাণ্ড এবং হজের নিয়ম-কানুন বহির্ভূত যে কোন কর্মকাণ্ড কঠোরভাবে মোকাবিলা করা হবে। হজের পুরো সময়টিতে আল্লাহ্র ইবাদত করা এবং ইসলামের শিক্ষা পরিপন্থি যে কোন কাজ করা থেকে বিরত থাকতে হজযাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রিন্স নায়েফ।