সাসেক্সে যুদ্ধ বিমান বিধ্বস্ত
ওয়েস্ট সাসেক্সে ব্রাইটন সিটি এয়ারপোর্টের কাছাকাছি রাস্তায় একটি জেট বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনার পর A27 ব্রাইটন সিটি এয়ারপোর্ট সব দিক থেকে বন্ধ করে দেয়া হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এতে নিহত হয়েছেন ২ জন। শনিবার ব্রিটেনের স্থানীয় সময় বিকেল সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, হাকার হান্টার নামের একটি জেট বিমান ব্রাইটনে ‘শোরহ্যাম এয়ার শো’ তে অংশ নিয়েছেল। এয়ার শো-এর চলমান অবস্থায় বিমানটি ব্রাইটন এয়ারপোর্টের কাছের একটি রাস্তায় কয়েকটি গাড়ির উপর বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়।
এ ঘটনায় হতাহত হয়েছে অনেকেই। তবে এখন পর্যন্ত হতাহতের সঠিক খবর দিতে পারে নি সাসেক্স পুলিশ। তারা বলছে দুর্ঘটনার শিকার বিমানটি ছিল একটি সিঙ্গেল সিট হকার হান্টার যুদ্ধ বিমান।
বিবিসির খবরে বলা হয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর দুর্ঘটনাস্থল কালো ধোয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এখনও বিমানটিতে আগুন জ্বলছে। বিমানের চালককে বের করে আনা হয়েছে। আহত অবস্থায় সে এখন হাসপাতালে ভর্তি।
দুর্ঘটনাস্থলে জরুরী সেবা প্রদানকারী কর্মকর্তারা পৌঁছে গেছেন। আগুন নেভাতে কাজ করছেন দমকল বাহিনীর অসংখ্য কর্মকর্তা।