মক্কা-মদিনায় বাংলাদেশী ৩ হজ্বযাত্রীর মৃত্যু
সৌদি আরবে গত ২০আগষ্ট দিনাজপুরের মোঃ আম্বর আলী (৫২) পবিত্র মদিনা আল মুনাওয়ারায় সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন তার পাসপোর্ট নম্বর বি ই০২৪৬১৫৯, একই দিনে কুমিল্লা জেলার শফিকুল ইসলাম (৬৫) পবিত্র মক্কা আল মুকাররমায় ইন্তেকাল করেন তার পাসপোর্ট নম্বর বি ই০৬৫৫০৯৪।
গত ১৮আগষ্ট ঢাকা জেলার মীর লিয়াকত আলী (৬১) পবিত্র মক্কা আল মুকাররমায় ইন্তেকাল করেন তার পাসপোর্ট নম্বর বি এফ০২৫৮৫২০।
পবিত্র মক্কা এবং মদিনায় বাংলাদেশের আইটি হেল্প ডেস্ক সূত্র এই তিনজন বাংলাদেশী হজযাত্রীর মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানায় সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ সেপ্টেম্বর পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এবার মোট হজযাত্রীর সংখ্যা এক লাখ এক হাজার ৭৫৮ জন। এরই মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৩১ টি এবং সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৩১ টি মোট ৬২ টি ফ্লাইটযোগে আগত সর্বমোট হজ্জযাত্রী ২৩,৯৬০ জন। সরকারি ব্যবস্থাপনার হজ্জযাত্রী ২,৩২৬ জন, বেসরকারি ব্যবস্থাপনার হজ্জযাত্রী ২১,৬৩৪ জন সৌদি আরব পৌঁছেন।