রিমান্ড শেষে ঐশী কারাগারে
রিমান্ড শেষে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বাবা-মা হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার ঐশী রহমান। পরে তাকে কারাগারে পাঠানো হয়। শনিবার দুপুরে এই কিশোরীকে ঢাকার মহানগর হাকিম আনোয়ার সাদাতের আদালতে নেয়া হয়। ঐশীর সাথে আটক তাদের বাড়ির গৃহকর্মী খাদিজা খাতুন সুমি এবং ঐশীর বন্ধু মিজানুর রহমান রনিকেও আদালতে নেয়া হয়। সুমীও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তবে রনি দেননি বলে জানান আদালতে পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক আব্দুল গাফফার। রনিকে পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে নতুন করে আবেদন করেছে পুলিশ। হাকিম আসাদুজ্জামান নূরের আদালতে ওই আবেদনের শুনানি হবে। ওই তিনজনকে গত ১৮ আগস্ট পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছিল ঢাকার হাকিম আদালত। গত ১৬ আগস্ট ঢাকার চামেলীবাগে নিজের ফ্যাট থেকে পুলিশের এসবির পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না বেগমের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।