লন্ডনে পৌঁছেছেন প্রেসিডেন্ট

AHamidচোখ ও হার্টের চিকিৎসার জন্য আট দিনের সফরে লন্ডন পৌঁছেছেন প্রেসিডেন্ট এডভোকেট আব্দুল হামিদ। রোববার স্থানীয় সময় রাত ৯টায় বিমানের ইকে-০০৫ ফ্লাইটে হিথ্রো বিমানবন্দরে পৌঁছলে সেখানে তাকে স্বাগত জানান লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনার আব্দুল হান্নান, প্রেস মিনিষ্টার নাদিম কাদির, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ ও  সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। বিমানবন্দর থেকে প্রেসিডেন্টরক সেন্ট্রাল লন্ডনস্থ পার্কলেনের হিলটন হোটেলে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে স্বাগত জানান যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ রহিম, অধ্যাপক এম এ হাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, মারুফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, মানবাধিকার বিষয়ক সম্পাদক সারব আলী, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, আওয়ামী লীগ নেতা আনসারুল হক, যুক্তরাজ্য যুবলীগ সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান, যুগ্ম সম্পাদক জামাল আহমদ খান, যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসলিমা শামস বন্নি, যুক্তরাজ্য যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সাজিয়া সুলতানা স্নিগ্ধাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের শীর্ষনেতৃবৃন্দ।
প্রেসিডেন্টের প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, লন্ডনের মুরফিল্ডস আই হাসপাতালে চোখের এবং বুপা ক্রমওয়েল হাসপাতালে হার্টের চিকিৎসা করাবেন আবদুল হামিদ। লন্ডনে অবস্থান কালে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে সাক্ষাত  ছাড়াও শারীরিক অবস্থা ভাল থাকলে যুক্তরাজ্য আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত নাগরিক সংবর্ধনায়ও যোগ দেবেন প্রেসিডেন্ট। আগামী ৩০শে আগস্ট তার দেশে ফেরার কথা রয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button