ইউরোপিয়ান রোভার চ্যালেঞ্জ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশ
দ্বিতীয়বারের মতো পোল্যান্ডে অনুষ্ঠেয় ‘ইউরোপিয়ান রোভার চ্যালেঞ্জ (ইআরসি)’ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ‘আইইউটি মার্স রোভার’ দল।
এটি চলতি বছরের রোভার চ্যালেঞ্জগুলোর মধ্যে বিশ্বের সবচেয়ে বড় আয়োজন। এ প্রতিযোগিতায় আইইউটি ছাড়াও বাংলাদেশ থেকে আরও দুটি দল অংশ নিচ্ছে। আর সারাবিশ্ব থেকে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ৩৪টি দল। আইইউউট দলের সদস্যরা হলেন আরাফ ফারায়েজ, টি এম মনিরুজ্জামান, মাহমুদুল আলম, জায়েদ আহমেদ, আবু শাইদ, ফাহরিয়াল আলম, মো. ইনতিসার নূর, মির্জা মুনতাসির, নাজমুস সাকিব, রায়হানুল ইসলাম, মিনহাজ-উস-সালেকীন, মো. উসামা ইসলাম ও আসিফ ইকবাল।
আইইউটি দলের তৈরি করা রোবটটি মঙ্গল গ্রহের বৈরী পরিবেশে দারুণভাবে চলতে সক্ষম এবং সহজেই দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়।
প্রসঙ্গত, মহাশূন্যের কাজে অংশ নিতে নভোচারীদের সঙ্গী হয় মার্স রোবট। রোবটটির নকশার জন্য মহাকাশ বিজ্ঞানীরা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করে ‘রোভার চ্যালেঞ্জ’ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় প্রধান চ্যালেঞ্জ থাকে রোভার তৈরি এবং মূল প্রতিযোগিতার স্থানে কৃত্রিমভাবে তৈরি মঙ্গলের পরিবেশে রোবটটি পরিচালনা করা।