অবৈধ শ্রমিকদের জন্য আসছে কারাদন্ডের বিধান
ইংল্যান্ড এবং ওয়েলসে যারা অবৈধভাবে কাজ করে তাদের ৬ মাস পর্যন্ত কারাদন্ড দেয়া হতে পারে। আসন্ন ইমিগ্রেশন বিল বা অভিবাসী আইনে এমন বিধান যুক্ত করবার প্রস্তাব রয়েছে। এই শর্তেই আইনটি কার্যকর করবার কথা রয়েছে।
যেসব রেস্তোরা অবৈধ শ্রমিকদের কাজ দেয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিধান থাকছে এই আইনে। আর অবৈধ হয়ে যাওয়াদের বাড়ি ভাড়া দিলে শাস্তি দেয়া হবে বাড়ির মালিকদেরও।
এখানে উল্লেখ করা যেতে পারে, ইংল্যান্ডের রেস্তোরা ব্যবসায়ীদের একটি বড় অংশই বাংলাদেশি অভিবাসী।
এসব রেস্তোরায় বাংলাদেশ, ভারত ও পাকিস্তান থেকে যাওয়া বহু অভিবাসী কাজ করার সুযোগ পায়।