যুক্তরাষ্ট্রে ২ সাংবাদিককে গুলি করে হত্যা
যুক্তরাষ্ট্রে টেলিভিশনে লাইভ সাক্ষাতকার চলার সময় দুজন সাংবাদিককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার স্থানীয় সময় সকাল পৌনে ৭টায় এ ঘটনা ঘটে।
এই ঘটনায় নিহতরা হলেন- টিভি রিপোর্টার এ্যলিসন পার্কার (২৪) ও ক্যামেরাম্যান এ্যাডাম ওয়ার্ড (২৭)।
ভার্জিনিয়ায় টেলিভিশন চ্যানেল সিবিএস-এর জন্য সরাসরি সাক্ষাতকার নিচ্ছিলেন সাংবাদিক অ্যালিসন পারকার। তখন ক্যামেরায় ছিলেন এডাম ওয়ার্ড। টেলিভিশন ফুটেজে গুলির শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান ক্যামরাম্যান ওয়ার্ড। এরপরই গুলির শিকার হন সাংবাদিক অ্যালিসন পারকার। এ দু’সাংবাদিক দম্পতি।
তারা ডব্লিউডিবিজে নামের একটি প্রতিষ্ঠানের হয়ে কাজ করেন। তারা ব্রিজওয়াটার প্লাজার কাছে একটি বৃহৎ শপিং সেন্টারে এক ব্যক্তির সাক্ষাতকার নেয়ার সময় হামলার শিকার হন।
টিভি স্টেশনের খবরে বলা হয়, হামলার কারণ এখনো জানা যায়নি। হত্যাকারীকেও শনাক্ত করা যায়নি।
দর্শকেরা গুলির শব্দ পর্যন্ত শুনতে পায়। এ সময় তারা যে ব্যক্তির সাক্ষাতকার নিচ্ছিলেন তিনি দৌড়ে পালিয়ে যান।