লিবিয়া উপকূল থেকে ৫০ অভিবাসীর লাশ উদ্ধার
ভূ-মধ্যসাগরের লিবিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা থেকে অন্তত ৫০ জনের লাশ উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড।
বুধবার এক উদ্ধার অভিযানে এসব লাশ উদ্ধার করা হয়। এ সময় জীবিত উদ্ধার করা হয় আরো ৪৩০ জনকে।
ইতালির কোস্টগার্ডের এক মুখপাত্র বলেন, অভিবাসন প্রত্যাশীদের নৌকাটিকে সাহায্য করতে গিয়ে ইউরোপীয় ইউনিয়নের ফ্রনটেক্স বর্ডার কন্ট্রোল এজেন্সির সঙ্গে দায়িত্ব পালনরত সুইডিশ জাহাজ পোসেইদন এ সব লাশের খোঁজ পায়।
তিনি আরো বলেন, লিবিয়া উপকূল থেকে ৫০ কিলোমিটার দূরে বুধবার মোট ১০টি নৌকা থেকে সাহায্যের আবেদন পাওয়া গেছে। এর মধ্যে পাঁচটির উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে। বাকিগুলো প্রক্রিয়াধীন রয়েছে।