কাজী জাফর আহমদের ইন্তেকাল
জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। বৃহস্পতিবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
জানা যায়, সকাল ৭টার দিকে কাজী জাফর আহমদ গুলশানের বাসায় হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কাজী জাফর আহমদ দীর্ঘদিন ধরে হৃদযন্ত্র ও কিডনির সমস্যা ছাড়াও ডায়াবেটিসে ভুগছিলেন।
ষাটের দশকের শুরুতে তিনি অবিভক্ত পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তী সময় যুক্ত হন শ্রমিক রাজনীতির সঙ্গে।
প্রবীণ এই নেতা বিএনপি হয়ে পরে সামরিক শাসক এরশাদের হাত ধরে তার সরকারের প্রধানমন্ত্রী হন। তিনি ১২ আগস্ট ১৯৮৯ থেকে ১৯৯০ সালের ডিসেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন।
দীর্ঘ ৩ দশক জাতীয় পার্টির সঙ্গে থাকার পর ২০১৩ সালের ২৮ নভেম্বর কাজী জাফরকে দল থেকে বহিষ্কার করেন এরশাদ।
এরপর দলের একাংশকে নিয়ে জাতীয় পার্টি নামেই নতুন দল গঠন করে গত বছর ২৫ জানুয়ারি বিএনপি নেতৃত্বাধীন জোটে যোগ দেন কাজী জাফর আহমদ।