মুক্ত ব্রিটিশকে ‘জিম্মি করেনি আল-কায়েদা’
আল-কায়েদা ইন দ্য এরাবিয়ান পেনিনসুলা’র (একিউএপি) পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইয়েমেন থেকে যে ব্রিটিশ জিম্মিকে মুক্ত করার দাবি করেছে আরব আমিরাত তাকে জিম্মিই করেনি তারা। আলজাজিরাকে দেওয়া এক বিবৃতিতে বুধবার এ কথা বলেছে সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়েছে, ‘সংযুক্ত আরব আমিরাতের সরকার দাবি করেছে, তারা ইয়েমেন থেকে আল-কায়েদার হাতে জিম্মি এক ব্রিটিশ নাগরিককে মুক্ত করেছে। আমরা গণমাধ্যমকে জানাতে চাই, এটা সত্যি নয়। আমরা কোনো ব্রিটিশ নাগরিককে জিম্মি করিনি।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আরব আমিরাতের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের বিশেষ বাহিনী অভিযান চালিয়ে ব্রিটিশ নাগরিককে উদ্ধার করেছে। আসলে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।’
এর আগে গত রবিবার আরব আমিরাতের সরকার জানায়, গত শনিবার তারা ইয়েমেন থেকে ব্রিটিশ ইঞ্জিনিয়ার ডগলাস সেম্পলকে (৬৪) উদ্ধার করেছে।
ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও সেম্পলের উদ্ধারের ঘটনা নিশ্চিত করা হয়েছে। এমনকি সেম্পলের উদ্ধৃতিও প্রকাশ করেছে মন্ত্রণালয়।