বার কাউন্সিল নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত পরিষদের জয়
বার কাউন্সিল নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ জয় পেয়েছে। তারা সাতটি সাধারণ আসনের মধ্যে চারটিতে এবং আঞ্চলিক সাতটি আসনের মধ্যে ছয়টিতে বিজয়ী হয়েছেন। ফলে আগামী তিন বছর বার কাউন্সিলের নেতৃত্ব দেবে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। বৃহস্পতিবার নির্বাচনের ফলাফল ঘোষণা দেয়া হয়।
এছাড়া বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী ঐক্য প্যানেলে তিনজন প্রার্থী সাধারণ আসনে ও একজন প্রার্থী আঞ্চলিক আসনে বিজয়ী হয়েছেন।
সাধারণ আসনে সমন্বয় পরিষদের বিজয়ী প্রার্থীরা হলেন- ব্যারিস্টার এম আমিরুল ইসলাম ( ১৪ হাজার ১৮১ ভোট), ব্যারিস্টার আবদুল বাসেত মজুমদার (১৫ হাজার ২৩৫ ভোট), আবদুল মতিন খসরু (১৪ হাজার ৩৯৭ ভোট) ও জেড আই খান পান্না (১৩ হাজার ১৯০ ভোট)।
ঐক্য প্যানেল থেকে খন্দকার মাহবুব হোসেন (১৪ হাজার ৩৫৪ ভোট) , এ জে মোহম্মদ আলী (১৩ হাজার ২০১ ভোট) ও এম মাহবুব উদ্দিন খোকন ( ১৫ হাজার ৩৮ ভোট ) বিজয়ী হয়েছেন।
আঞ্চলিক সাতটি আসনের মধ্যে কুমিল্লা ছাড়া বাকি ছয়টিতেই সমন্বয় পরিষদের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
এর আগে বুধবার বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয়ে।