অস্ট্রিয়ার মহাসড়কে ৫০ অভিবাসীর লাশ
অস্ট্রিয়ার একটি মহাসড়কে ৫০ অভিবাসন প্রত্যাশীর লাশ পাওয়া গেছে। হাঙ্গেরি সীমান্ত থেকে অস্ট্রিয়ার দিকে যাওয়ার পথে এসব লাশের সন্ধান মিলেছে।
দেশটির পুলিশ আজ (বৃহস্পতিবার) জানিয়েছে, তারা একটি পরিত্যক্ত ট্রাকে ২০ থেকে ৫০টি মতো লাশ পেয়েছে। পূর্বাঞ্চলীয় বুর্গেনল্যান্ড রাজ্যের একটি মহাসড়কে ওই ট্রাক পড়েছিল।
রাজ্য পুলিশের প্রধান হ্যান্স পিটার দোসকোজিল এক সংবাদ সম্মেলনে জানান, মৃতদেহগুলো কিছুটা পচে গেছে। তিনি জানান, ট্রাকটির পেছনের দরজা খোলা দেখে তারা মৃতদেহগুলোর সন্ধান পান। তবে এসব মানুষ কীভাবে মারা গেছে তিনি তা নিশ্চিত করতে পারেন নি। সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জোহান্না মিক্ল-লিতনার। তিনি এ ঘটনাকে সবার জন্য গভীর ট্রাজেডি হিসেবে উল্লেখ করেন।
মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে ইউরোপ অভিমুখে সম্প্রতি যে অভিবাসীর ঢল নেমেছে তা সামলানোর উপায় নিয়ে যখন আলোচনার জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইউরোপীয় নেতারা আলোচনায় বসতে যাচ্ছেন তখন এসব লাশ পাওয়া গেল। মঙ্গলবার জাতিসংঘ উদ্বাস্তু বিষয়ক হাইকমিশনার জানিয়েছেন, চলতি বছরের আট মাসে অভিবাসনের আশায় এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে তিন লাখের বেশি মানুষ ভূমধ্যসাগর পাড়ি দিয়েছে।