বাবা-মায়ের পাশে সমাহিত হলেন কাজী জাফর

Jaforশ্রদ্ধা আর ভালোবাসায় কুমিল্লার চৌদ্দগ্রামবাসী চিরবিদায় জানিয়েছে তাদের প্রিয় সন্তান সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান সদ্যপ্রয়াত কাজী জাফর আহম্মেদকে।
শনিবার বাদ আসর তাঁর নিজ গ্রাম উপজেলার চিওড়া ডিগ্রি কলেজ মাঠে সর্বশেষ জানাজা শেষে তাকে বাবা কাজী আলী আহমেদ ও মা তাহেরা খাতুনের কবরের পাশে দাফন করা হয়। এ সময় উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে কাজী জাফর আহমেদকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়।
এদিকে, দুপুর ২টার দিকে চৌদ্দগ্রাম কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে কাজী জাফর আহমেদের শেষ জানাজা অনুষ্ঠিত হয়। এতে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের ঢল নামে। এ সময় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সদ্যপ্রয়াত এই রাজনীতিবিদের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
জানাজায় জাপার কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির একাংশের মহাসচিব মোস্তফা জামান হায়দার, প্রেসিডিয়াম সদস্য আহসান হাবীব লিংকন, লুৎফর রহমান হেলাল, খালেকুজ্জামান চৌধুরী, জাফর উল্লাহ খান লাহরী, এয়ার আহমেদ সেলিম, ভাইস চেয়ারম্যান শরীফ মিয়া, যুগ্ম মহাসচিব এ এস এম শামীম, সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম চেয়ারম্যান প্রমুখ।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবদুল্লাহ চৌধুরী পাশা, পৌর সভাপতি নজির আহমেদ, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি (এরশাদ) খায়েজ আহমেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, উপজেলা বিএনপির সভাপতি জি এম তাহের পলাশী, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান মোল্লা হিরণ, পৌর জামায়াতের আমির মাহফুজুর রহমান প্রমুখ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button