মারডকের মিডিয়া সাম্রাজ্যে ফিরছেন রেবেকা ব্রুকস
রুপার্ট মারডকের মিডিয়া সাম্রাজ্যে ফিরছেন আলোচিত সাংবাদিক রেবেকা ব্রুকস। মারডকের নিউজ করপোরেশনের ব্রিটেন বিভাগের প্রধান নির্বাহীর দায়িত্ব নিচ্ছেন তিনি। ফিনান্সিয়াল টাইমস এ খবর জানিয়েছে।
রেবেকা ব্রুকস (৪৭) আগে মিডিয়া মোগল মারডকের জনপ্রিয় ট্যাবলয়েড দ্য সান এবং নিউজ অব দ্য ওয়ার্ল্ডের সম্পাদক ছিলেন। নাগরিকদের ফোনে আড়িপাতার দায়ে ব্যাপক সমালোচনার মুখে দেড়শ’ বছরের পুরনো ও সাপ্তাহিক ছুটির দিন রোববারের সর্বাধিক বিক্রীত ট্যাবলয়েড নিউজ অব দ্য ওয়ার্ল্ড বন্ধ হয়ে যায়। ওই কেলেঙ্কারির ঘটনায় প্রধান নির্বাহী থাকা অবস্থায় ২০১১ সালে পদত্যাগ করেছিলেন রেবেকা। তাকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতারও করা হয়েছিল। গত বছর অভিযোগ থেকে মুক্তি পান তিনি। খবরে বলা হয়, প্রথমে রেবেকা নিউজ করোপরেশনের দায়িত্ব নিতে অনিচ্ছুক ছিলেন। তবে মারডকের আগ্রহে তাকে সম্মত হতে হয়। রেবেকাকে ফিরিয়ে আনার মারডকের এ সিদ্ধান্তের সমালোচনা করেছে ফোন হ্যাকিংয়ের শিকার হওয়া ব্যক্তি ও পরিবারগুলোর হয়ে আন্দোলন করা একটি গ্রুপ। তাদের মতে, একটি প্রতিষ্ঠান যে এখনও নৈতিকভাবে নিয়ন্ত্রণহীন, এটি তারই প্রমাণ। মিডিয়া কর্তৃপক্ষ জনগণের আবেগের ভুল বিচার করেছে বলেও মন্তব্য করেছে গ্রুপটি।