সোনার মুদ্রা প্রচলনের ঘোষণা আইএসের
ইরাক-সিরিয়াজুড়ে নিজেদের মুল্লুকে এবার নিজস্ব সোনার মুদ্রার প্রচলন করেছে ইসলামিক স্টেট (আইএস)। সোনার মুদ্রা ছাড়াও রূপা ও তামার মুদ্রা প্রচলনেরও দাবি করেছে আইএস। অনলাইনে এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে সংগঠনটি। ভিডিওতে সংগঠনটি জানিয়েছে, ২১ ক্যারেটের একটি এক দিনার সোনার কয়েনের ওজন ৪ দশমিক ২৫ গ্রাম। সোনার প্রচলিত দর অনুযায়ী আইএসের এক দিনারের এ মুদ্রার দাম ১৩৯ ডলার (১১ হাজার টাকা প্রায়)। কাগজের মুদ্রার সঙ্গে তুলনা করতে গিয়ে আইএস দাবি করেছে, তাদের এ মুদ্রার মান কখনোই নিুমুখী হবে না। ভিডিওতে দেখা যায়, আরবি ও ইংরেজিতে পারদর্শী একজন আইএস মসুলের অধিবাসীদের সোনার মুদ্রাটি দেখাচ্ছে। মসুল দখলের এক বছরেরও বেশি সময় পর মুদ্রা প্রচলনের ঘোষণা এল আইএসের পক্ষ থেকে।