ইরানে ১৭ সুন্নির মৃত্যুদণ্ড
ইরানের রাজধানী তেহরানের একটি আদালত ১৭ জন সুন্নিকে তাদের ধর্মীয় বিশ্বাসের কারণে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে সুন্নি আলেমও রয়েছেন। তাদের জীবন বাঁচানোর জন্য একটি নেতৃস্থানীয় মানবাধিকার সংগঠন প্রচারণা শুরু করবে বলে জানা গেছে। টুডেস জামান। তেহরানের পশ্চিমে রাজাই শহর হিসেবে পরিচিত গোহারদাস্ত কারাগারে দণ্ড কার্যকরের অপেক্ষায় গত জুন থেকে আটক রয়েছেন তারা। সুন্নি দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তাবিরোধী কর্মকাণ্ড এবং ‘মুহারেবা’র (খোদাদ্রোহিতা) অভিযোগ আনা হয়েছে, যার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। দণ্ডপ্রাপ্তরা তাদের দোষ স্বীকার করে বলে জানানো হয়েছে। তবে ইরানে মানবাধিকারের বিষয়ে আন্তর্জাতিক আন্দোলনকারীরা বলেছেন, নির্যাতন চালিয়ে তাদের কাছ থেকে এই স্বীকারোক্তি আদায় করা হয়েছে বলে তাদের কাছে তথ্য রয়েছে। একটি মানবাধিকার সংগঠন জানিয়েছে, ইরানে সুন্নিরা গুরুতর ধর্মীয় বৈষম্যের শিকার। ২০০৯ সালের পর থেকে ইরানে সুন্নি সংখ্যালঘুদের গ্রেফতারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।