৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির বিশাল সমাবেশ
গত মঙ্গলবার সন্ধ্যা ৭টা। লন্ডনের রয়েল রিজেন্সি হল কানায় কানায় পূর্ণ। গ্রেট ব্রিটেনের বিভিন্ন এলাকা থেকে ছুটে এসেছেন জাতীয়তাবাদী রাজনীতির কর্মি-সমর্থক। উদ্দেশ্য নিজ দলের প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে প্রিয় নেতার বক্তব্য শুনবেন। হাজারো কর্মী-সমর্থককে ভেদ করে যথাসময়ে অনুষ্ঠান স্থলে উপস্থিত হলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। শ্লোগানে শ্লোগানে মুখরিত হলো দীর্ঘ আয়তনের গোটা ইনডোর হল। নাম ঘোষণার সাথে সাথে স্বভাবসুলভ ভঙ্গিতে উঠে দাঁড়ালেন। শ্লোগান থামানোর অনুরোধ জানিয়ে শুরু করলেন বক্তব্য। পিনপতন নীরবতায় উপস্থিত সকলে উপভোগ করলেন ইতিহাস নির্ভর ও দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ এ বক্তব্য।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমদের পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মহিদুর রহমান, মানবাধিকার সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুস, সিনিয়র ভাইস চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম, যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, আইনজীবী ফোরাম যুক্তরাজ্যের আহ্বায়ক ব্যারিস্টার তারেক বিন আজিজ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাসির আহমদ শাহিন, যুক্তরাজ্য জাসাসের সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, ম্যানচেস্টার বিএনপির সভাপতি কামাল আহমদ প্রমুখ। সভামঞ্চে উপস্থিত ছিলেন- সহসভাপতি যথাক্রমে আব্দুল হামিদ চৌধুরী, আবুল কালাম আজাদ, আখতার হোসেন ও লুতফুর রহমান, উপদেষ্টা মুজিবুর রহমান, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম মামুন, তাজউদ্দিন, ব্যারিস্টার মওদুদ আহমেদ খান ও কামাল উদ্দিন প্রমুখ।