নিউইয়র্কে সর্ববৃহৎ কেরাত প্রতিযোগিতা

Nabicনর্থ আমেরিকান বাংলাদেশি ইসলামিক কমিউনিটি (নাবিক) ও নর্থ আমেরিকা থেকে প্রচারিত ‘আইটিভি টুয়েন্টিফোর’ নতুন প্রজন্মের কাছে সহীহ শুদ্ধ কোরআনকে তুলে ধরার লক্ষ্যে নিউইয়র্কের ২০০ মসজিদ, ইসলামিক সেন্টার ও স্কুলের অংশগ্রহণে ৯টি জোনে তিন মাসব্যাপী কেরাত প্রতিযোগিতার বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে। চূড়ান্ত পর্ব সম্পন্ন হয় গত ১৬ আগস্ট নিউইয়র্কের সেন্ট জোন্স ইউনিভার্সিটি মিলনায়তনে। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় নির্বাচিত হন যথাক্রমে শাইখ মুন্তাকিম, আবদুর রহমান নাশিদ, ও আদনান আলী। প্রথম পুরস্কার হিসেবে দেয়া হয় ১০০০ ডলার। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার যথাক্রমে ৭৫০ ও ৫০০ ডলার।
আফতাব মান্নানের সভাপতিত্বে নাবিকের ২৫ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত এই কেরাত প্রতিযোগিতায় দুই শতাধিক মসজিদ থেকে সহস্রাধিক শিশু কিশোর অংশ নেয়। প্রতিযোগিতা পরিচালনা করেন নাবিকের পক্ষে মেজবাহ মাহমুদ, মাহবুবুর রহমান। আইটিভির পক্ষে প্রধান নির্বাহী মুহাম্মদ শহীদুল্লাহ। কনভেনশন স্পিকার হিসেবে ছিলেন ঢাকা আহছানিয়া মিশনের পরিচালক কাজী রফিকুল আলম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button