পোপের শহরেই “পাপ” বেশি !
পোপের শহর। পবিত্র ভাটিক্যান সিটি। খ্রিস্টানদের সেরা তীর্থ। জানেন কি? পোপের শহর ভাটিক্যান সিটি-তেই সবচেয়ে বেশি অপরাধ সংঘটিত হয়। হ্যাঁ, বিশ্বের সবচেয়ে বেশি অপরাধের অকুস্থল ভাটিক্যান সিটি।
এই শহরে প্রতিবছর গড়ে ৬০০টি অপরাধ হয়ে থাকে। সংখ্যাটি শুনে হয়তো ভাবছেন, এ আর এমন কী? একটা বড় শহর বা দেশে ৬০০ অত্যন্তই মামুলি। পোপের শহর বলে কী সব মানুষ ধোয়া তুলসিপাতা। আজ্ঞে না, বিষয়টা অত সহজ নয়। ভাটিক্যান সিটি-র মোট জনসংখ্যা ৮০০। তাহলেই ভাবুন ৮০০ জনসংখ্যার একটি শহরে ৬০০টি অপরাধ। কী ভাবছেন?