সিলেটে বিএনপির ৯৩ নেতাকর্মী জেলহাজতে

Sylhetবিএনপি নেতা এম. ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর সংঘটিত সংঘাতে ঘটনায় দায়ের করা মামলায় বিশ্বনাথ ও বালাগঞ্জের ৯৮ জন নেতাকর্মীর জামিন নামঞ্জুর করেছে আদালত। এদের মধ্যে পাঁচজন জনতার ভীড়ে মিশে পালিয়ে গেছে, বাকি ৯৩ জনকে জেলহাজতে পাঠানো হয়েছে। এর প্রতিবাদে নগরীতে বিক্ষোভ ও যানবাহন ভাঙচুর করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গত বছরের ১৭ এপ্রিল জেলা বিএনপি নেতা এম. ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনায় ডাকা বিএনপির বিক্ষোভ কর্মসূচি, বিশ্বনাথ উপজেলা কমপ্লেক্সে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা দু’টি মামলায় আজ রোববার দুপুরে সিলেটের স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে আসেন বিএনপি’র ৯৮ জন নেতাকর্মী। এর মধ্যে একটি মামলায় আদালত তাদের জামিন মঞ্জুর করে। কিন্তু অন্য মামলায় (নং-১৬, তারিখ, ২৪/০৪/২০১২) আদালত অভিযুক্ত ৩১৭ আসামির মধ্যে হাজিরা দিতে আস ৯৮ জনের জামিন বাতিল করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক হাবিবুর রহমান খান। এদিকে বিএনপি নেতাকর্মীদের আদালতে হাজিরা উপলক্ষে আজ সকাল থেকে শত শত বিএনপি নেতাকর্মী আদালত চত্বরে অবস্থান নেয়। আদালত জামিন নামঞ্জুর করার পর পরই তারা বিুব্ধ হয়ে উঠে। তারা আদালত চত্বরে বিােভ করে। আসামীদের ভ্যানে তোলার সময় জামিন বাতিল হওয়া ৯৮ জনের মধ্যে পাঁচজন জনতার ভীড়ে মিশে গিয়ে পালিয়ে যান। বিুব্ধ বিএনপি নেতাকর্মীরা পুলিশভ্যানের গতিরোধ করে প্রায় আধ ঘণ্টা আটকে রাখে। পরে ডিবি পুলিশ ও কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিকেল তিনটার দিকে আসামিদের কারাগারে নেয়া হয়। এ সময় জামিন বাতিল হওয়া বিএনপি নেতাকর্মীদের অনেকে কান্নায় ভেঙ্গে পড়েন। কারাগারে পাঠানো বিএনপি উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন- সিলেট জেলা বিএনপির দফতর সম্পাদক ময়নুল হক, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গৌছ খান, ছাত্রদল নেতা আব্দুল কাইয়ুম প্রমুখ। এক সাথে এত নেতাকর্মীকে জেলহাজতে পাঠানোর ঘটনায় তাৎণিকভাবে নগরীতে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ও অঙ্গ সংগঠন। সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট সামছুজ্জামান জামান, বিএনপি নেতা আজমল বক্ত সাদেক, কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম প্রমুখ মিছিলে নেতৃত্ব দেন। এ সময় আদালত সংলগ্ন বন্দরবাজার রোডে কয়েকটি গাড়ি ও রিকসা ভাঙচুর করে বিএনপির বিুব্ধ কর্মীরা।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button