ইংল্যান্ডকে ১৪ রানে হারাল বাংলাদেশ
পাঁচ জাতির শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে আয়োজিত আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ইংল্যান্ডকে ১৪ রানে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ।
শুক্রবার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৩ নম্বর মাঠে ইংল্যান্ড প্রতিবন্ধী ক্রিকেট দল টসে জিতে বাংলাদেশ প্রতিবন্ধী ক্রিকেট দলকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে অপূর্ব কুমার পাল ২২, অধিনায়ক আলম খান ১৯ ও নুরুজ্জামান ১৪ রান করেন।
ইংল্যান্ডের পক্ষে ফিন দুটি এবং ড্যানিয়াল হাম, রেইনল্ডো, ব্রিহেজ ও হামমন্ড প্রত্যেকে একটি করে উইকেট লাভ করেন।
১১৮ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৩ রান তুলতে সক্ষম হয় ইংল্যান্ড।
টুর্নামেন্টটি বুধবারে শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে দুদিন পরেই শুরু হয়েছে। মোট পাঁচটি দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। টুর্নামেন্টের বাকি দলগুলো হচ্ছে ভারত, পাকিস্তান ও আফগানিস্তান।
বাংলাদেশের পরবর্তী খেলা আগামীকাল পাকিস্তানের বিপক্ষে। খেলাটি বিকেএসপির তিন নম্বর মাঠেই অনুষ্ঠিত হবে।