ইয়েমেনে আমিরাতের ২২ সেনা নিহত
ইয়েমেনের শিয়াপন্থী হুতি বিদ্রোহীদের হামলায় সংযুক্ত আরব আমিরাতের অন্তত ২২ সেনা নিহত হয়েছেন। দেশটির সরকারি সংবাদমাধ্যম ডব্লিউএএমের বরাত দিয়ে আলজাজিরা শুক্রবার এ খবর দিয়েছে।
প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বর মাসে হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানার দখল নেওয়ার পর সৌদি আরবে পালিয়ে যান দেশটির প্রেসিডেন্ট আব্দু রাবু মানসুর হাদি। এর পর চলতি বছরের মার্চ মাসে হুতিবিরোধী অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন মিত্রবাহিনী। গাল্ফ আরবের দেশ আমিরাতও ওই অভিযানে অংশ নিচ্ছে। অভিযান শুরুর পর এর আগে আরব আমিরাতের আরও পাঁচ সেনা নিহত হয়েছেন।
হুতিদের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে, মিত্রবাহিনীর একটি ক্যাম্প লক্ষ্য করে রকেট হামলা চালালে ওই ২২ সেনা নিহত হন। এ ছাড়া হামলায় বেশ কয়েকটি এ্যাপাচি হেলিকপ্টার এবং সমরযান ধ্বংস হয়।
অন্যদিকে ইয়েমেনী সেনাবাহিনী বার্তা সংস্থা এএফপিকে বলেছে, একটি গোলাবারুদের গুদামে দুর্ঘটনাবশত বিস্ফোরণ ঘটলে সেনা নিহতের ঘটনা ঘটে।-ইয়েমেনে আমিরাতের ২২ সেনা নিহত
ইয়েমেনে আমিরাতের ২২ সেনা নিহত শীর্ষ নিউজ ডেস্ক : ইয়েমেনের শিয়াপন্থী হুতি বিদ্রোহীদের হামলায় সংযুক্ত আরব আমিরাতের অন্তত ২২ সেনা নিহত হয়েছেন। দেশটির সরকারি সংবাদমাধ্যম ডব্লিউএএমের বরাত দিয়ে আলজাজিরা শুক্রবার এ খবর দিয়েছে।
প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বর মাসে হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানার দখল নেওয়ার পর সৌদি আরবে পালিয়ে যান দেশটির প্রেসিডেন্ট আব্দু রাবু মানসুর হাদি। এর পর চলতি বছরের মার্চ মাসে হুতিবিরোধী অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন মিত্রবাহিনী। গাল্ফ আরবের দেশ আমিরাতও ওই অভিযানে অংশ নিচ্ছে। অভিযান শুরুর পর এর আগে আরব আমিরাতের আরও পাঁচ সেনা নিহত হয়েছেন।
হুতিদের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে, মিত্রবাহিনীর একটি ক্যাম্প লক্ষ্য করে রকেট হামলা চালালে ওই ২২ সেনা নিহত হন। এ ছাড়া হামলায় বেশ কয়েকটি এ্যাপাচি হেলিকপ্টার এবং সমরযান ধ্বংস হয়।
অন্যদিকে ইয়েমেনী সেনাবাহিনী বার্তা সংস্থা এএফপিকে বলেছে, একটি গোলাবারুদের গুদামে দুর্ঘটনাবশত বিস্ফোরণ ঘটলে সেনা নিহতের ঘটনা ঘটে।