আয়লানের ছবি দেখে কাঁদলেন এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, মধ্যপ্রাচ্যের বর্বরতার ব্যাপারে পাশ্চাত্য উদাসীনতা দেখিয়ে চলছে। এরদোগান বলেন, তুরস্কের পশ্চিম উপকূলের বডরামে ভেসে আসা সিরীয় শিশু আয়লান কুর্দির ছবি দেখে তিনি ভেঙে পড়েছেন।
‘কোথায় মানবতা? কোথায় মানবিক বিবেকবোধ? এ ঘটনা নিয়ে এটাই আমাদের প্রশ্ন,’ বৃহস্পতিবার সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন এরদোগান।
আয়লানের উপুড় হয়ে সাগরতীরে পড়ে থাকার ছবি সারাবিশ্বকে শোকাহত করেছে। শরণার্থীদের নিতে পাশ্চাত্যের গড়িমসির নিন্দা জানানো হচ্ছে। শিশু আয়লানের ছবি দেখার কথা স্মরণ করে এরদোগান বলেন, মর্মস্পর্শী ওই ছবি দেখে তিনি কেঁদেছেন। এ ধরনের মৃত্যু নতুন নয় উল্লেখ করে এরদোগান বলেন, ‘অসংখ্য শিশু, মা, বাবা এর আগেও ভূমধ্যসাগরে ডুবে মরেছেন।’ এই মর্মান্তিক মৃত্যুর জন্য কে দায়ী প্রশ্ন করা হলে এরদোগান বলেন, অনেক নিষ্পাপ শরণার্থীর মৃত্যুর জন্য পশ্চিমা বিশ্বই দায়ী।
পাশ্চাত্য ভূমধ্যসাগরকে গোরস্তানে পরিণত করছে কিনা জানতে চাইলে এরদোগান বলেন, এটা একটা নিখাঁদ বাস্তবতা। এরদোগান বলেন, ইরাক ও সিরিয়ার প্রায় ২০ লাখ লোককে তার দেশ আশ্রয় দিয়েছে এবং তাদেরকে অতিথি হিসেবে নিয়েছে। এজন্য ইতোমধ্যেই তুরস্কের খরচ হয়েছে ৬০০ কোটি ডলার।
তিনি বলেন ‘মজলুম সিরীয় ও ইরাকিদের সহায়তার জন্য আমাদের প্রচেষ্টার বিপরীতে ইউরোপ মধ্যপ্রাচ্যের শরণার্থীদের গ্রহণ করতে আগ্রহী নয়,’।