সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর জামিন লাভ
টাঙ্গাইলের ভূঁঞাপুরে এক আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় অভিযুক্ত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু জামিন পেয়েছেন।
রোববার সকাল পৌনে ১২টায় টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে জামিন আবেদন করা হলে বিচারক শিউলি রানী দাস শুনানি শেষে জামিন মঞ্জুর করেন।
এদিকে বেলা ১১টার দিকে আব্দুস সালাম পিন্টুকে পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয়। এ সময় আদালত চত্বরে দলীয় শত শত নেতাকর্মী সালাম পিন্টুর মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকে। তবে এ মামলায় জামিন পেলেও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় কারাগারে আটক রয়েছেন আব্দুস সালাম পিন্টু।