ওবামার কথায় আশ্বস্ত সৌদি বাদশাহ

King Salmanইরান ও ছয় জাতিগোষ্ঠির পরমাণু চুক্তির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে আলোচনার পর আশ্বস্ত হয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান। ওবামা সৌদি বাদশাহকে জানিয়েছেন, এই চুক্তি মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতায় অবদান রাখবে।
গত শুক্রবার বাদশাহ সালমান  হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ওবামার সঙ্গে সাক্ষাৎ করেন। এরপরই এক জ্যেষ্ঠ সৌদি কর্মকর্তা এ তথ্য জানান।
বিতর্কিত পরমাণু কর্মসূচি বন্ধে ইরানের সঙ্গে গত জুলাইয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া , চীন ও জার্মানির ঐতিহাসিক চুক্তি হয়। সৌদি আরব বরাবরইএ চুক্তির বিরোধিতা করে আসছিল। দেশটির মতে,এ চুক্তির মাধ্যমে ইরানের পরমাণু কর্মসূচির প্রযুক্তিগত সক্ষমতা ধ্বংস হবে না। কেবল বোমা তৈরির বিষয়টি ১৫ বছরের জন্য পিছিয়ে যাবে।
মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে সরাসরি কোনো ব্যবস্থা না নেয়া এবং ২০১১ সালে আরব বসন্তের পর ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠতার চেষ্টাসহ বেশ কয়েকটি ইস্যুতে সৌদি-মার্কিন সম্পর্ক সম্প্রতি ভালো যাচ্ছিল না। তবে দীর্ঘ দিনের মিত্র এই দেশ দুটি নিরাপত্তা, অর্থনীতি ও রাজনীতিসহ বেশ কিছু কৌশলগত বিষয়ে পরস্পরের অংশীদার।
গত জানুয়ারিতে ক্ষমতা পাওয়ার পর শুক্রবারই প্রথম যুক্তরাষ্ট্র সফরে গেলেন বাদশাহ সালমান।
হোয়াইট হাউজে ওবামা-সালমান বৈঠক শেষে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর বলেন, ‘ওবামা সৌদি বাদশাহকে নিশ্চিত করেছেন,  সামরিক ও সন্দেহভাজন এলাকা পরিদর্শন এবং চুক্তি ভঙ্গ করলে ফের অবরোধ আরোপের বিধান থাকায় চুক্তিটি ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখবে।’
আদেল জানান, এসব শর্তের পরিপ্রেক্ষিতে সৌদি আরব চুক্তিকে সমর্থন করেছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button