নেতানিয়াহুকে গ্রেফতারের আবেদনে এক লাখের বেশি সই
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আটকের দাবিতে ব্রিটেনে এক লাখের বেশি স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা চালানোর অপরাধে তাকে আটকের দাবি করছে ব্রিটিশ জনগণ।
চলতি মাসে নেতানিয়াহু ব্রিটেন সফর করবেন বলে কথা রয়েছে। এ সময় তাকে আটক করার দাবি জানিয়ে এসব স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে। এগুলো ব্রিটিশ পার্লামেন্টে জমা দেয়া হবে।
ব্রিটেনের আইন অনুযায়ী, কোনো দাবির পক্ষে ১০ হাজার স্বাক্ষর সংগ্রহ করা হলে আবেদনের বিষয়ে জবাব দিতে বাধ্য ব্রিটিশ সরকার। আর আবেদনের পক্ষে এক লাখ স্বাক্ষর সংগৃহীত হলে তা নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে বিতর্ক হতে বাধ্য। দাবির পক্ষে শনিবার সন্ধ্যা পর্যন্ত মোট স্বাক্ষর পড়েছে ১ লাখ ৯৭২টি।
ব্রিটিশ সরকারের কাছে জমা দেয়া আবেদনে বলা হয়েছে, ২০১৪ সালে গাজায় গণহত্যা চালিয়ে নেতানিয়াহু দুই হাজার ফিলিস্তিনিকে খুন করেছেন। তাই লন্ডন সফরের সময় তাকে গ্রেপ্তার করতে হবে।