অস্ট্রিয়া ও জার্মানি পৌঁছেছে শরণার্থীরা
শরণার্থীদের নিয়ে শনিবার রাতের শেষ ট্রেনটি অস্ট্রিয়া সীমান্ত থেকে রাজধানী ভিয়েনার দিকে রওনা দিয়েছে। অবশ্য এর আগের দিনই আরো অনেক বেশি মানুষ হাঙ্গেরি সীমান্ত অতিক্রম করেছে।
অস্ট্রিয়ান কর্তৃপক্ষ বলেছে, আজ রবিবার আরো ট্রেন পাঠানো হবে।
ইতোমধ্যেই হাজার হাজার শরণার্থী জার্মানির মিউনিখে গিয়ে পৌঁছেছে এবং তাদেরকে সাদরে বরণ করে নিয়েছে জার্মান জনগণ।
অবিরল স্রোতের মতন ইউরোপে আসতে থাকা অভিবাসীর এবং রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের চাপ সামলাতে গিয়ে ইউরোপে এখন টালমাটাল দশা।
জার্মানির ব্যাভারিয়া অঞ্চলের সমাজকল্যাণ মন্ত্রী এমিলিয়া মুলার বলছেন, শনিবারে মাত্র সাত ঘণ্টায় জার্মানিতে দুই হাজার আশ্রয়প্রার্থীর আবেদন পড়েছে।
জার্মানির মতই শরণার্থীদের আশ্রয় দেয়ার ঘোষণা দিয়েছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী য়ুহা সিপিলা। তিনি বলছেন, শরণার্থীরা তার দেশে এসে নিজেদের নিরাপদ বলেই মনে করবে।