চার মাসেই ৫০০ কোটি ডলার !
প্রিন্স জর্জ হয়তো একদিন ব্রিটেনের রাজা হবে। কিন্তু তার ছোট বোন প্রিন্সেস শার্লটের কী হবে? ছোট্ট প্রিন্সেস ভাইয়ের চেয়েও বিত্তশালী হবে। ব্র্যান্ড ফিন্যান্স নামের একটি প্রতিষ্ঠান হিসাব করে দেখেছে, ব্রিটিশ অর্থনীতিতে প্রিন্স ও প্রিন্সেস এবং তাদের মা কেট মিডলটনের অবদান কতটুকু। তাতে দেখা গেছে, মাত্র চার মাস বয়সেই শার্লটের অবদান ৫০০ কোটি ডলারের বেশি! প্রিন্সেস শার্লট এ পর্যন্ত মাত্র দু’বার জনসমক্ষে এসেছে। প্রথমবার জন্মের পরপরই। দ্বিতীয়বার খ্রিস্টধর্মে দীক্ষা নেওয়ার সময়। তাতেই ব্রিটিশ ব্যবসা-বাণিজ্যে তার যে প্রভাব পড়েছে তা অভূতপূর্ব। ব্রিটিশ সিংহাসনে আরোহণের তালিকায় তৃতীয় অবস্থানে থাকা প্রিন্স জর্জের অবদান মাত্র ৩৬০ কোটি ডলার। অবশ্য শার্লটের চেয়ে অনেক এগিয়ে আছেন তার মা ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটন। তার অবদান ৭২০ কোটি ডলার। ব্রিটিশ অর্থনীতিতে শার্লটের প্রভাব কতটা পড়েছে তা দেশটির ফ্যাশন ও অন্যান্য পণ্য খাতের ব্যবসার হিসেবেই বোঝা যায়। শার্লট যেসব ব্র্যান্ডের পোশাক বা অন্যান্য জিনিস ব্যবহার করেছে, তার বাজার এখন রমরমা। ব্র্যান্ড ফিন্যান্সের হিসাবে শার্লটের জন্মকে কেন্দ্র করে ১৫ কোটি ডলারের ব্যবসায়িক সুবিধা অর্জিত হয়েছে।