রাষ্ট্রধর্ম নিয়ে রিট খারিজ

High Courtসংবিধানের অষ্টম সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্ম করার বৈধতা চ্যালেঞ্জ করে করা একটি রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ সোমবার প্রাথমিক শুনানি নিয়ে রিটটি খারিজ করে দেন।
সংবিধানের অষ্টম সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করা এবং পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে ধর্মনিরপেক্ষতা ফিরিয়ে আনার পরও ইসলামকে রাষ্ট্রধর্ম বহাল রাখার বৈধতা চ্যালেঞ্জ করে গত আগস্টে হাইকোর্টে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সমন্দ্রে নাথ গোস্বামী।
আদালতে রিটের পক্ষে সমেন্দ্র নাথ গোস্বামী নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ খোরশেদুল আলম।
খোরশেদুল আলম জানান, আদালত রিট আবেদনটি সরাসরি খারিজ করে দিয়েছেন।
উল্লেখ্য, ১৯৮৮ সালে সংবিধানের অষ্টম সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয়। এরপর ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে ধর্মনিরপেক্ষতা ফিরিয়ে আনা হলেও রাষ্ট্রধর্ম ইসলাম বহাল থাকে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button